চাকুরীর নীতিমালা প্রণয়ণ, বেতন বৃদ্ধি ও সুযোগের সমতা বিধানের দাবীতে কুড়িগ্রামে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানব বন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

চাকুরীর নীতিমালা প্রণয়ণ, বেতন বৃদ্ধি ও সুযোগের সমতা বিধানসহ ৫ দফা দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলায় কর্মরত ঔষধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল আহমেদ প্রমুখ।
বক্তারা ৭ম গ্রেডের সমপরিমান বেতন নির্ধারন, টিএডিএ সহ অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ণ, সংগঠনকে সরকার কতৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি প্রদানের দাবী জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top