নাসিক নির্বাচনে ভোট গণনা চলছে, এগিয়ে আইভী

Unknown
সেবা ডেস্ক:  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণের পর এখন গণনা চলছে। ১৭৪ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ৮১টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। 
ফলাফলে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৮১,৭৯২ ভোট। অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত সাখাওয়াত হোসেন খান ৮১ কেন্দ্র থেকে পেয়েছেন ৪৭,৭০৮ ভোট। 
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে সংঘর্ষের শঙ্কা থাকলেও নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ হয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে টানা ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সিটি করপোরেশনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'সুষ্ঠুভাবে ভোট হয়েছে। নৌকার বিজয় নিশ্চিত।’ বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, জনগণ যে রায় দিবে সে রায়ই মেনে নেবো।'
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, 'নারায়ণগঞ্জবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top