জামালপুর এপেক্স ক্লাবের ত্রাণ বিতরণ

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

‘কম ভাগ্যবান ব্যক্তিদের সাথে আমরা’ এ শেস্নাগানকে সামনে রেখে জামালপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে এপেক্স ক্লাব অব জামালপুর এর উদ্যেগে শনিবার সকালে পৌর শহরের নাওভাঙা চরের ২০০ পরিবারকে  প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

শহরের ফৌজদারী মোড়ের সন্নিকটে ব্রহ্মপুত্র নদের ঘাটে নাওভাঙা চরের ২০০ পরিবারের  মাঝে ত্রান সামগ্রী বিতরণ

অনুষ্ঠানে এপেক্স ক্লাব জামালপুর এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর।

 বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-১ এর গভর্ণর এপেক্সিয়ান রেজাউল করিম মো. মাসুদ ও এপেক্স ক্লাব জামালপুর এর লাইফ মেম্বার এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা।

 এ সময় উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব জামালপুরের ইমিডিয়েন্ট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাফি পারভেজ, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান রনজিত বসাক,

পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইউসুফ খান, এপেক্সিয়ান সুবল দাস, এপেক্সিয়ান আরজু আকন্দ, এপেক্স ক্লাব ময়মনসিংহ এর

প্রেসিডেন্ট এপেক্সিয়ান আশরাফুল হক তানভীর, সেক্রেটারী এন্ড ডিএনই এপেক্সিয়ান শহিদুল কাউছার সুমন, পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান খন্দকার কামরম্নজ্জামান তৌহিদ।

উলেস্নখ্য, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান ডা: নিলুফা পারভীন তিন হাজার টাকা ও এপেক্স ক্লাব ময়মনসিংহ পাঁচহাজার টাকা দিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেয়ায় এপেক্স ক্লাব অব জামালপুর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।   

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top