বকশীগঞ্জের বন্যার্তদের মাঝে বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু,


জামালপুরের বকশীগঞ্জে বন্যার্তদের পাশে দাড়িয়েছে বাবুল চিশতি শিল্প পার্কের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতি।

বকশীগঞ্জের কৃতি সনত্মান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাহবুবুল হক বাবুল চিশতির ব্যক্তিগত তহবিল থেকে রোববার মেরুরচর ইউনিয়নের বিভিন্ন স্পটে
২ হাজার বানভাসির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ডাল ,লবন, আলু দেয়া হয়।

বকশীগঞ্জ জুট স্পিনার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার রাশেদুল হক চিশতির সার্বিক ব্যবস্থাপনায় নৌকাযোগে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ওসি মো.

আসলাম হোসেন , ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোসত্মফা কামাল , বাবুুল চিশতি শিল্প পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল মাতবর, ফারমার্স ব্যাংক লিঃ এর বকশীগঞ্জ শাখার ম্যানেজার মাসুদুর রহমান খান ,

সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বাছেদ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক , ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক ফরহাদ হোসেন প্রমুখ উপসি'ত ছিলেন ।

অপরদিকে শামসুল-আম্বিয়া ফাউন্ডেশনের উদ্যোাগে ৬০০ জনকে শুকনা খাবার ও স্যালাইন বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান আহমেদ ও আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যড়্গ হেলাল উদ্দিন খান সহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top