আবার আকাশসীমা লঙ্ঘন করল মিয়ানমার, তীব্র প্রতিবাদ ঢাকার

Seba Hot News

আবার আকাশসীমা লঙ্ঘন করল মিয়ানমার, তীব্র প্রতিবাদ ঢাকার
ছবি : ইন্টারনেট থেকে
মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর আবারো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আজ শুক্রবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র ধরিয়ে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

প্রতিবাদপত্রে বাংলাদেশ মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমার সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে। বাংলাদেশ এটাও বলেছে যে, এ ধরনের উসকানিমূলক তৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এর আগে আগস্টের ২৭ ও ২৮ এবং ১ সেপ্টেম্বর কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top