“এসএসসি-২০০৫ ব্যাচ, লালমনিরহাটের উদ্দ্যোগে বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও ত্রাণ বিতরণ”

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

৩১ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপি লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ধুমকা ম্যাগারাম গ্রামে বন্যার্ত দুস্থ এলাকাবাসীদের জন্য লালমনিরহাট জেলার প্রত্যয় এসএসসি-২০০৫ ব্যাচ-এর উদ্দ্যোগে ২০০ জন বন্যার্তকে জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়।


 এসময় শিশুদের জন্যও আলাদাভাবে খেলা, বেলুন ও ত্রাণ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও ত্রাণ বিতরণে আর্থিক সহযোগীতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ,

 নৃবিজ্ঞান বিভাগ, প্রাণরসায়ন বিভাগ ও ফার্মেসি বিভাগের ছাত্র-শিড়্গক, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজী অ্যালোমনাই এসোসিয়েশন, বেক্সিমকো ফার্মা ও আল আরাফার ইসলামী ব্যাংক পরিবার।

 সার্বিক সহযোগীতা করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করেন ঢাকা হতে আগত এসএসসি-২০০৫ ব্যাচের ডাক্তার ব্যাচের ডাঃ আশেকা আক্তার কংকা, ডাঃ হালিমা খাতুন মৌ, ডাঃ কামরম্নল হাসান প্রিন্স, ডাঃ রাকিবুল হাসান রোকন ও ডাঃ হাবিবা জান্নাতুল তুলি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top