(বাসস) মিয়ানমারের সামরিক বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং গত ১০ ও ১২ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেন। শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
এর আগে গত ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার ঘটনা তুলে ধরে এই প্রতিবাদলিপিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো ঘটনা পুনরায় যাতে না ঘটে সে বিষয় নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিবাদলিপিতে দাবি জানিয়ে বলা হয়, এই ধরনের ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।