অর্ধ কোটি টাকার ত্রাণ টেকনাফের পথে

Seba Hot News

ফেনী থেকে প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দিয়েছেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নেতারা। আজ শনিবার বিকেলে ফেনী সদরের ট্র্যাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, গত কয়েকদিন ধরে সমিতির সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণে প্যান্ডেল টাঙিয়ে ত্রাণ সংগ্রহ করেছেন। শহরবাসী এখানে নগদ টাকা ছাড়াও কাপড়, খাবার পানি, চাল, আলু, মুড়ি, চিড়া, বিস্কুটসহ নানারকম শুকনো খাবার দিয়ে গেছেন। সব মিলিয়ে ১০ ট্রাকের মতো মালামাল নিয়ে সমিতির একটি দল শনিবার বিকেলে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দিয়েছেন।
সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে আটকেপড়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করি। এখানে যারা সহায়তা দিয়েছেন তিনি তাদের ধন্যবাদ জানান। সব মিলিয়ে তারা প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ পেয়েছেন বলে জানান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top