বকশীগঞ্জে গরু চুরি ও জুয়া ঠেকাতে রাত জেগে পাহাড়া ইউপি চেয়ারম্যানের

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

নিজ এলাকায় গরু চুরি ঠেকাতে ও জুয়ারিদের জুয়া খেলা বন্ধ করতে রাত জেগে পাহাড়া দিচছন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।

 তিনি তার পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন গ্রামে টহল দিয়ে যা"েছন।


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এই কাজটি করে যা"েছন ।
জানা গেছে, গত মধ্য আগস্টে বকশীগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যা শুরু হয়। তখন থেকেই জনগণের জানমালের

নিরাপত্তার কথা চিন্তা করে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু তার পরিষদের সদস্যদের নিয়ে প্রতি রাতেই টহল দি"েছন। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন একটি চর এলাকা ।

 এই ইউনিয়নের সব কটি গ্রামই চরে অবসি'ত । তাই এই এলাকায় জনগণের মধ্যে চোরের আতঙ্ক রয়েছে। এলাকার নিরাপত্তার স্বার্থে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এই কাজটি করে যা"েছন বলে জানা গেছে।


এ ব্যাপারে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, প্রায় এক মাস যাবত আমি এবং আমার

পরিষদের সদস্যরা রাত জেগে গরু চুরি ঠেকাতে এলাকায় টহল দিয়ে যা"িছ। আমাদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে গ্রাম পুলিশ পাহাড়া দি"েছন।

সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের এমন মহতি কার্যক্রমকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছেন।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top