বকশীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলড়্গে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে “কন্যা শিশুর জাগরণ ,আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস বৃহস্পতিবার পালিত হয়েছে।

দিবসটি দুটি উপলড়্গে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে ও সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতি, সৃজনশীল মহিলা উন্নয়ন সংস্থা ও মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় সকাল ১০ টায় একটি র‌্যালি বেরা করা হয়।


র‌্যালি শেষে উপজেলা চত্বরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসান সিদ্দিক আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায়

 এসময় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার সুশান্ত চক্রবর্তী , এআরপির নির্বাহী পরিচালক মোফাজ্জল হক আলম প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় ঢাকা আহসানিয়া মিশন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top