রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স বিভিন্ন সংকট থাকা সর্তেও সেবা দানে অনত্মরিক

Seba Hot News
 কুড়িগ্রাম প্রতিনিধি ঃ   কুড়িগ্রাম রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ৩১ শয্য থেকে ৫০ শয়্যায় উন্নতি করা হয়েছে ২০১২ সালে। উপজেলা প্রায় ৩ লড়্গ মানুষের সেবা দানের জন্য । কিন্তু ৩১ শয়্যা থাকা কালিন যে সমস্যা অর্যানত্ম ডাঃ, নার্স, ওষুধ পত্র, ওয়ার্ড বয়, দাপ্তরিক কাজের জনবল ইত্যাদি তা এখনো রয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন কুড়িগ্রাম জেলা প্রশাসক, সির্ভিল সার্জন, দেখে না দেখার ভান করার কারন কী। করেজমিন গিয়ে জানা যায় ২০ জন চিকিৎসকের পদে থাকলেও ওই স্বাস্থ্য কম্পেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সহ চিকিৎসক রয়েছে ৪ জন। ফলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুলস্নাহ লিংকন তার আনত্মকির প্রচেষ্ঠায় মূমুর্ষ রোগীদের সর্বদা পাশে থাকেন। সুস্থ করার জন্য নিরলস ভাবে অফিস ঘন্টা থেকেও অতিরিক্ত সময় দেন। এমনকি নিদের বেতনের টাকা দিয়েও অনেক সময় বাইরে থেকে ওষুধ কিনে দেন। অসহায় রোগীদের যদের বাইরে থেকে ওষুধ কেনার সামর্থ নেই যা নজির দৃষ্টনত্ম। তাছাড়া রোগী দেখার সময় যে আনত্মরিক বাজায় রাখেন তাতে চিকিৎসা নিতে আসা রোগীরা মুগ্ধ হন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুলস্নাহ লিংকন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লড়্গে ব্যাপক উন্নয়ন কর্মসূচী হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের সকল সংকট ও সমস্যা সমাধান হবে আমি প্রত্যাশা করি। তাছাড়া আমি আমার উর্দ্ধতন কর্তৃপড়্গের কাছে অবগত করেছি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top