দায়িত্ব পালন করা ইবাদত -শ্রেষ্ঠ ওসি এস.এম.আব্দুস সোবহান

Seba Hot News
  কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৪.১০.২০১৭ঃ

আমার উপর যে অরপিত দায়িত্ব আছে তা যথাযথ পালনের মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব। তাছাড়া দায়িত্ব পালন করা আমার কাছে ইবাদত। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি মাত্র। বললেন কুড়িগ্রাম সদর থানা ওসি এস.এম. আব্দুস সোবহান গতকাল তার নিজ কার্যালয় গণ মাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে উলেস্নখ্য কুড়িগ্রাম জেলাটি প্রায় ভারত বেষ্টিত হওয়ার বিভিন্ন উপায়ে কিছু অসাধু মানুষজন মাদকের ব্যবসায় নিজেদের জড়িয়ে এ জেলায় মাদকের ব্যাপকতা সৃষ্টির চেষ্টা চালালেও তাদের এ মিথ্যে স্বপ্নে জল ঢেলে দিয়ে এ জেলাকে মাদক মুক্ত করছে পুলিশ প্রশাসন। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান তার অব্যহত কঠোর প্রচেষ্টায় কুড়িগ্রামকে মাদক ও জুয়া মুক্ত করতে প্রতিদিনই চালাচ্ছে অভিযান। বর্তমানে এ জেলায় মাদক জুয়া এবং ভয়ানক সন্ত্রাসী কর্মকান্ড উপদ্রব নেই বললেই চলে। নির্ভর সূত্রে জানা যায়, গত ২৬/০৭/২০১৬ ইং ওসি হিসেবে কুড়িগ্রাম সদর থানার যোগদান করতে এস.এম. আব্দুস সোবহান যোগদান করার পরই কুড়িগ্রাম সদর থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে একের পর এক কৃতিত্ব অর্জন করে চলছেন তিনি। বর্তমানে কুড়িগ্রাম সদর থানার অন্যান্য মামলা স্বাভাবিক থাকলেও উলেস্নখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে মাদকের মামলা। গত এক বছরে জেলা পুলিশ বাহিনীর সাতটি মিটিং অনুষ্ঠিত হলে কুড়িগ্রাম জেলা পরিস্থিতি সুষ্ঠ রাখার আবদান স্বরম্নপ পর পর টানা সাত বার জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষনা করে সম্মাননা ক্রেস্ট ও প্রইজ মানি উপহান দেয়া হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top