কুড়িগ্রাম ঘোগাদহ ইউপি চেয়ারম্যান দিন বদলের চেষ্টায় মগ্ন

Seba Hot News
  
কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৯.১১.২০১৭ঃ কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও তার পরিষদ চাহিদ তুল্য অবকাঠামো গত উন্নয়ন না করা এবং সম্প্রতিক বন্যায় ইউনিয়ন জুড়ে ব্যাপক কাঁচা পাকা রাসত্মা ছোট বড় ব্রিজ ইত্যাদি ড়্গয়গ্রস্থ হয়। যেন মরার উপর খাড়ার এর মধ্যে আবার বেকারক্ত হার বেশি শিড়্গার হার কম। সব মিলিয়ে নতুন মেরম্নকমন চলে গেছে নিন্ম আয়ের জনগন সমৃদ্ধ এই ইউনিয়ন । তাই নৌকায় ঘাটি খ্যত এই ইউনিয়নের দরকার সময়ের সঙ্গে তাল মিলানোর জন্য বিশেষ বরাদ্দ। এবং সার্বিক বিবেচনা করে এই ইউনিয়নের প্রত্যক সেক্টরের জন্য দরকার একটি বেশি বরাদ্দ। জেলার উন্নয়ন কামি বিশিষ্ট জনের সঙ্গে কথা বলে জানা যায় চেয়ারম্যান মোঃ শাহ্‌ আলম মিয়া দায়িত্ব নেয়ার পর হতে ইউনিয়নের অবকাঠামো গত উলেস্নাখ্যযোগ্য উন্নয়নে আগ্রনী ভূমিকা সচ্ছতার সাহিদ রেখে সাধারণ মানুষজনের অস্থা অর্জন করেই চলছেন। এছাড়াও ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন কল্পে নিয়েছেন বিভিন্ন সচেতনা মূলক কর্মসূচি যেমন যৌতুক প্রধন নিরসন ও বাল্যা বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন ব্যাবস্থা জোরদার করন, মাদক ও জঙ্গি বিরোধী সচেতনতা, শিশু শ্রম নিরোধ পানিয় অর্সেনিক পরিড়্গা, তার গুরম্নত্ব শিড়্গার হার বৃদ্ধির লড়্গে অভিভাবক দের উৎসাহ ও সচেতন সৃষ্ট্‌ি সহ ঝড়ে পড়ার হার শূন্য কোটায় আনার জন্য সার্বিক সহযোগীতার পশাপাশি রাখেণ নজরদারী । দূর্যোগ মোকাবেলার করনিয় সর্ম্পকে সচেতনার বৃদ্ধির সচেতনতা বৃদ্ধির লড়্গে নিয়েচেন নানান কর্মসূচী। এছাড়ও শিড়্গার বেকার যুবক/যুবতীদের কর্মসংস্থানের জন্য সার্বিক সহযোগীতা করেন। উলেস্নখ্য ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স সংস্কার, রংকরা, বাউন্ডারী ওয়াল বিভিন্ন প্রাপতির গাছ এবং ফুলের বাগার করার মধ্য দিয়ে করেছেনে দৃষ্টি নন্দন।


এব্যাপারে চেয়ারম্যান মোঃ শাহ্‌ আলম মিয়া বলেন বর্তমানে সরকার উন্নয়ন বান্ধব সরকার দেশ এগিয়ে নেওয়ার জন্য ব্যপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। বরাদ্দ প্রসঙ্গে বলেন বরাদ্দ পাচ্ছি না এটা টিক না বরাদ্দ পাচ্ছি বলেই জনগনের জন্য কিছু করতে পাচ্ছি তবে প্রয়োজন তুল্য বরাদ্দ দরকার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top