রায়গঞ্জ ইউপি’র চেয়ারম্যানকে কর্মবীর উপাধীতে ঘোষনা

Seba Hot News
কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৮.১১.২০১৭ঃ

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপি’র চেয়ারম্যান দায়িত্ব শীল ভূমিকার কারনে ইউনিয়ন জুড়ে ব্যাপক উন্নয়ন মুলক কাজে বিসত্মাবায়িত হচ্ছে। এক জন নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যে এলাকয় উন্নয়নে নিবেদিত ভাবে কাজ করার সুপ্ত মানসিকতা থাকলে তাকে কখনো দারিয়ে রাখা য়ায় না। তারেই অন্যান্য নজির ইউপি’র চেয়ারম্যান আ.স.ম. আব্দুলস্ন্যাহ্‌ আল-ওয়ালিদ (মাসুম) সম্প্রতি বন্যায় ৩ নং ওয়ার্ড আবাসন এলাকা সংলগ্ন বাঁশের সাকো ভেঙ্গে যায়। ফলে বিপাকে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তাদের যাতায়াতের সুবিধার জন্য তাৎড়্গণিক ব্যবস্থা হিসাবে ১৮৫ ফিট কাঠ দ্বারা বেইলি ব্রিজ নির্মান করেন নিজে উদ্দেগ। তার এই একানিত্মক প্রচেষ্টার ইউনিয়ন বাসী মনে ব্যাপক আসত্মা জায়গা তৈরী হয়েছে ফলে কাঠের তৈরী বেইলি ব্রিজের উদ্বোধন কালে ইউনিয়নের বাসী প্রকাশে রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম. আব্দুলস্ন্যাহ্‌ আল-ওয়ালিদ (মাসুম) কে কর্মচারী হিসেবে ভূষিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তি মোকছেদ আলী ভুট্টু, নূর ইসলাম সেলিম, ইউপি সদস্য মোতালেব আমিনুর ও ৩ নং ইউপি সদস্য প্রমূখ। এব্যাপারে ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জহির বলেন বর্তমানে চেয়ারম্যান বিভিন্ন কর্মকান্ডে ব্যসত্ম থাকেন তাছাড়া উন্নয়ন ছাড়া কিছুই বুঝতে না তাই আমরা ইউনিয়ন বাসী আ.স.ম. আব্দুলস্ন্যাহ্‌ আল-ওয়ালিদ (মাসুম) চেয়ারম্যানকে কর্মবীর হিসেবে ভূষিত করছি।

এব্যাপারে চেয়ারম্যান বলেন উপাধি বড় বিষয় না জনগনের জন্য কিছু করতে পারাটাই প্রাণে দেশ শানিত্ম।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top