কুড়িগ্রামে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
Distribution of relief material to the victims of Kurigram last year

কুড়িগ্রাম প্রতিনিধি: চায়না-ইউএনডিপির সহযোগিতায় আরলি রিকভারী ফ্যাসিলিটি প্রকল্পের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা  গণ উন্নয়ন কেন্দ্র কুড়িগ্রামে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মাঝে ঢেউটিন, কম্বল, স্কুলব্যাগ, বিছানা চাদর, পাতিল, ট্রান্ক সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ত্রাণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব সত্যব্রত সাহা।

 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খাঁন ইউএনডিপির প্রোগ্রাম এ্যানালিষ্ট আরিফ আবদুল্লাহ খান, প্রজেক্ট ম্যানেজমেন্ট এ্যাডভাইজার ড. অর্ধেন্দু শেখর রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন পারভেজ,।
প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার উলিপুর, চিলমারী ও সদর উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top