সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় ৩ দিনের কর্ম বিরতি শুরু

S M Ashraful Azom
Sylhet's Golapganj municipality starts a three-day work break
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৩ দিনের কর্ম বিরতি শুরু হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশন সহ বেতন-ভাতা পাওয়ার দাবিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ পৌরসভায় ৩ দিনের কর্ম বিরতি শুরু হয়েছে।

রবিবারথেকে মঙ্গলবার এ কর্মবিরতি অব্যহত থাকবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানান।
দেশের ৩২৭ টি পৌরসভার ৩২,৫০০ জন কর্মকর্তা-কর্মচারী এ কর্মবিরতী অব্যহত রেখেছেন বলে জানা যায়।

এ ব্যপারে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা বলেন, দেশের সকলপৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ, গ্র্যাচুইটির শতভাগ অর্থ রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদান সহ পেনশন প্রথা চালু করণের দাবীরবিষয়টি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীগন দীর্ঘদিন যাবৎ সরকারের বিভিন্ন মহলকে অবহিত করে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত এ দাবি বাস্তবায়িত নাহওয়ায় তারা আন্দেলনে যেতে বাধ্য হয়েছেন।

কর্মসূচিতে অংশগ্রহন করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদিকা এলমিন সুলতানা,গোলাপগঞ্জ পৌরসভা এসোসিয়েশন ইউনিটের সিনিয়র সহ সভাপতি ত্রিপলী দেব তৃনা, গোলাপগঞ্জ পৌরসভা এসোসিয়েশন ইউনিটের সাধারণ সম্পাদকবাছিত আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক আবু সাঈদ, সদস্য দিপংকর দাস দিপু, জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, বাবুল আহমদ,আনোয়ার আহমদ প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top