বকশীগঞ্জে বরখাস্তকৃত শিক্ষকরা কর্মস্থলে থাকতে অধ্যক্ষের বিজ্ঞপ্তি জারি

G M Fatiul Hafiz Babu

Teachers suspended in Bakshiganj issued the circular notice to remain in the workplace
সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত আট শিক্ষককে কর্মসস্থলে নিয়মিত থাকতে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি শনিবার ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিউলি আক্তার ওই বিজ্ঞপ্তি জারি করেন।

জারিকরা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি ২০১৮ইং তারিখ থেকে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের আটজন শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

 নীতিমালা অনুযায়ী সাময়িক বরখাস্তকৃত শিক্ষকরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

সম্প্রতি ওই কলেজের (স্কুল শাখায়) সহকারী শিক্ষক নাজনীন নাহার, জাহানারা পারভীন, আঃ রেজ্জাক, আঃ মোনায়েম, মো. ফরহাদ হোসেন, মো. আবু সাইদ, মো. আওরঙ্গজেব, মো. রোকুনুজ্জামানকে সাময়কি বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিউলি আক্তার জানান, নিয়ম অনুযায়ী

সাময়িক বরখাস্তকৃত শিক্ষকদের কর্মস্থলে হবে। ওই শিক্ষকরা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্টদের অবগতির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top