`১০দিন মাঠ থেকে দূরে থাকবে শহীদ আফ্রিদি'

Seba Hot News
`১০দিন মাঠ থেকে দূরে থাকবে শহীদ আফ্রিদি'
সেবা ডেস্ক: - হাঁটুর ইনজুরিতে পড়েছেন সুপারস্টার শহীদ আফ্রিদি। এ কারণে অন্তত ১০ দিন তিনি মাঠ থেকে দূরে থাকবেন। আর এতেই বড় ধরনের ধাক্কা খেল করাচি কিংস।

কারণ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আপাতত আর খেলা হচ্ছে না তার। আফ্রিদির মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এমআরআই স্ক্যানে আফ্রিদির হাঁটুতে ইনফেকশন ধরা পড়েছে।

চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আর তা কমপক্ষে ১০ দিন। এ সময়ে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি জানান, কয়েকদিন পর সিদ্ধান্ত নেয়া হবে, কবে নাগাদ এ অলরাউন্ডার খেলায় ফিরবেন। এদিকে, এমন খবরে মর্মাহত করাচি কিংসও।

 ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, এমআরআই স্ক্যানে দেখা গেছে আফ্রিদির ডান হাঁটুর মাংসপেশী সামান্য ফুলে গেছে। সেরে উঠতে কমপক্ষে১০ দিন সময় লাগবে।

 কর্মকর্তারা বলেন, যদি এমনটি হয়, তাহলে টুর্নামেন্টের বড় অংশ মিস করবেন আফ্রিদি। প্লে-অফে দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক এ অধিনায়ককে। তবে তারা এ অলরাউন্ডারের ফেরা নিয়ে আশাবাদী।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top