নীলফামারী র্যাব
অভিযান চালিয়ে
চার মণ
ভেজাল মিষ্টি
ধ্বংস এবং
ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা
জরিমানা করেছে।
জানা গেছে, সোমবার দুপুর ২টায় র্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি দল নীলফামারী শহরের বড়বাজারে অভিযান চালিয়ে ‘নিতাই মিষ্টান্ন ভান্ডার’ থেকে চার মণ ভেজাল মিষ্টি উদ্ধার করে তা ধ্বংস করে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান ভেজাল মিষ্টি ব্যবসায়ী নিতাই চন্দ্রকে (৩৫) পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নিতাই চন্দ্র বড় মসজিদপাড়ার জগদীশ চন্দ্রের ছেলে।