ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন এবং দূতাবাসের ‘এডুকেশনইউএসএ’ যৌথভাবে ‘স্টুডেন্ট ভিসা দিবস’ আয়োজন করেছে।
২৫ জুন ও ৯ জুলাই দূতাবাসের কনস্যুলার সেকশনে এ দিবসের কর্মসূচি আয়োজিত হবে।
মঙ্গলবার দূতাবাসের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মঙ্গলবার দূতাবাসের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্টুডেন্ট ভিসা দিবস’ ছাত্র-ছাত্রীদেরকে উৎসবমুখর পরিবেশে ভিসার আবেদনপত্র জমা দেয়ার সুযোগ করে দেবে। তাছাড়া, তারা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাস জীবন ও শিক্ষা সম্পর্কিত বিষয়ে ‘এডুকেশনইউএসএ’র বিশেষ সেশনে এবং ছাত্র উপদেষ্টাদের দেয়া ‘প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে অংশ নিতে পারবে।
অনুষ্ঠান চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের কনস্যুলার সেকশন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তাই এ সময় ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রদূতের সাথে দেখা করারও একটি সুযোগ পেতে পারে।
যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসা দিবস দু’টির যেকোন একদিন ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে এবং ভিসা সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পড়ালেখা করছেন এবং যাদের ভিসা নবায়ন করতে হবে, তারা হয়তো ‘ড্রপ বক্স’ সুবিধা বা সাক্ষাৎকার ছাড়াই ভিসা লাভ করবেন। কোন শিক্ষার্থী “ড্রপ বক্স” সুবিধা লাভের যোগ্যতাসম্পন্ন কি না তা জানার জন্য আবেদনকারীরা http://www.ustraveldocs.com/bd এই ওয়েবসাইটের ‘Renew My Visa’ চেকলিস্ট যাচাই করে দেখতে পারেন।
বিজ্ঞপিতে আরো জানানো হয়, অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ কনস্যুলার অ্যাফেয়ার্স বর্তমানে কিছু কারিগরী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যা কেবলমাত্র কোন নির্দিষ্ট একটি দেশে অথবা কোন একটি ভিসা ক্যাটাগরিতে হয়নি। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর এই সমস্যার সমাধানে এবং পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে কার্যকর করতে জরুরী ভিত্তিতে কাজ করে যাচ্ছে। যদিও কনস্যুলার সেকশন এখনো সম্পূর্ণভাবে ভিসা প্রক্রিয়া করতে পারছে না, তবুও কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং ভিসা প্রদান প্রক্রিয়া সম্পূর্ণরূপে চালু হওয়া মাত্র যথাযথভাবে যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করবেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর ভিসা বিষয়ে নিয়মিত তথ্যের আপডেট দিয়ে যাচ্ছে www.travel.state.gov – এই ওয়েবসাইটে।