সাহসী পুনম

S M Ashraful Azom
ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে হয়তো ভেবে বসে আছেন, তার এই উছলানো রূপ চিরকাল না হোক, থেকে যাবে দীর্ঘদিন। ৬০ বছর বয়সেও তিনি এই রূপের ছটা ধরে রাখতে পারবেন, এমনটাই হয়তো ভেবেছেন তিনি। তা-ই যদি না হয়, কেন তিনি বলতে যাবেন যে, ৬০ বছর বয়সেও তিনি অন্তর্বাস পরিহিত ছবি পোস্ট করবেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
জানা গেছে, সম্প্রতি পুনম পাণ্ডে দিল্লিতে তার আসন্ন চলচ্চিত্র হেলেন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে ৬০ বছর বয়সেও যে নিজের সাহসী ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করবেন, সেটি জানান। পুনম যে নিজের রূপ ও অভিনয় প্রতিভা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী, বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, ‘হেলেন সিনেমার চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। বলিউডে ভালো স্ক্রিপ্ট এখন দুর্লভ। পরিচালক অজিত রাজপাল এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আমাকে উপযুক্ত ভেবেছেন।’
পুনম আরও বলেন, ‘ভালো অভিনেত্রী বলেই শুধু বর্তমানে নয়, ৬০ বছর বয়সেও আমাকে নিয়ে সংবাদ প্রকাশ হবে, তখনও আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্তর্বাস পরিহিত ছবি পোস্ট করব।’ পুনমের এই ইচ্ছা হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসেরই ফল। সে যা-ই হোক, হেলেন সিনেমার নায়িকা হিসেবে পুনম চূড়ান্ত হয়েছেন, তিনি এবং পরিচালক অজিত রাজপাল মিলে এখন নায়ক খুঁজছেন।
২৪ বছর বয়সী পুনম ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১১ সাল থেকে তিনি বছর দুয়েক মডেল হয়েছেন বিভিন্ন ক্যালেন্ডারের, ম্যাগাজিনের। ২০১৩ সালে মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র নাশা। এখন তিনি ব্যস্ত আছেন তেলেগু ভাষার মালিনী অ্যান্ড কোং চলচ্চিত্রের অভিনয় নিয়ে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top