‘পদ্মার আগেই ঢাকা-যশোর পর্যন্ত দুটি চার লেন’

S M Ashraful Azom
২০১৮ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঢাকা থেকে যশোর ও কুয়াকাটা পর্যন্ত দুটি চারলেন সড়ক তৈরি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বরিশালের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর এক সর্ম্পূরক প্রশ্নের জবাবে রবিবার সংসদে এই তথ্য দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মেগা প্রকল্প পদ্মা সেতু। ২০১৮ সালে এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ঢাকা থেকে যশোর চারলেন সড়ক হবে, ঢাকা  থেকে কুয়াটাকাও চারলেন হবে। পায়রা তো আছেই।’
 
আরেক প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী জানান, ‘ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি ছয় লেনের এক্সপ্রেসওয়ে হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে চুক্তি করার সময় দুটি চীনা কোম্পানি এ কাজের প্রস্তাব দিয়েছে।’
 
ওবায়দুল কাদের বলেন, ‘শাহজালাল বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত অ্যালিভেটেড অ্যাক্সপ্রেসওয়ে নির্মাণে প্রথম ধাপের কাজ শুরুরু ১২ মাসের মধ্যে ২য় ধাপের জমি হস্তান্তর করতে না পারলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রতিদিন ১০ হাজার ডলার বিলম্ব ফি দিতে হয়।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top