চলতি বছরের ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।ব্রিটিশ ম্যাগাজিন ইস্টার্ন আই আয়োজিত সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে পরিচালিত এই জরিপে এই নিয়ে তিন বার এই মুকুট ছিনিয়ে নিলেন বলিউডি ‘কাশীবাঈ’।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে পরিচালিত এই বার্ষিক নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের ভোটে ৫০ জন সেলিব্রিটিকে টপকে প্রথম হয়েছেন তিনি। এই খবরে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, যারা যারা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আমি আমার জায়গাটা ধরে রাখতে পেরেছি বলে ভাল লাগছে। আগামী অন্তত এক বছরের জন্য আমি নিজেকে সেক্সিয়েস্ট ভাবতে পারব।
আয়োজক ম্যাগাজিনের তরফে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেতুর কাজ করছেন। তাই ‘কোয়ান্টিকো’ তারকা এই সম্মান পাওয়ায় খুশি তাঁরা। দ্য হিন্দু।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।