ক্লাব বিশ্বকাপে কাটবে বার্সার দেপোর্তিভো ম্যাচের হতাশা

S M Ashraful Azom

ক্লাব বিশ্বকাপে স্পেনের লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচের হতাশা ভুলতে চায় বার্সেলোনা। দেপোর্তিভোর বিরুদ্ধে শেষ ১৫ মিনিটে দলের পারফর্মেন্সে খুশি না হলেও ছন্দে ফেরার ব্যপারে দারুণ আত্মবিশ্বাসী দলটির কোচ লুইস এনরিকো ও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে শনিবার দুই গোলে এগিয়ে যাওয়ার পরও দেপোর্তিভোর সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচ শেষে এনরিকো ও ইনিয়েস্তার কণ্ঠে পয়েন্ট হারানোর হতাশা প্রকাশ পেলেও একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা বলেন তারা। ২০০৯ ও ২০১১ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল বার্সেলোনা। অতীত ফেরানোর লক্ষ্য থাকলেও বার্সেলোনার বর্তমান কোচ এনরিকে কিছুটা হলেও সাবধানী। তিনি বলেন, 'আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাকে ফাইনাল নিয়ে জিজ্ঞেস করবেন না; কেননা, অবশ্যই আমাদেরকে আগে সেমি-ফাইনালে জিততে হবে।'
জাপানে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের এবারের আসরে আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনাল খেলবে বার্সেলোনা। ক্লাব বিশ্বকাপ প্রসঙ্গে দলটির অধিনায়ক ইনিয়েস্তা বলেন, 'আমাদের পুনরায় দৃষ্টি ফেরাতে হবে; জাপানে আমাদের একটা শিরোপা লড়াই আছে। ক্লাব বিশ্বকাপ আসলেই গুরুত্বপূর্ণ। কেননা, গত বছর আমরা যে দারুণ কাজটা করেছিলাম, তারই অংশ এটা।'

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top