চট্টগ্রামের পর রংপুরে 'নীলসাগর গ্রুপ মিনি স্কাই ম্যারাথন'

Unknown
সেবা ডেস্ক: রংপুর বিভাগের আটটি জেলা নিয়ে ১৩ ডিসেম্বর রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 'নীলসাগর গ্রুপ রংপুর মিনি স্কাই ম্যারাথন'। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ কর্পোরেট প্রতিষ্ঠান থেকে প্রায় তিনশ প্রতিযোগী অংশ নেন। রংপুরের শাপলা মোড় থেকে ম্যারাথনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মোড় হয়ে তাজহাট রাজবাড়ি মোড় পর্যন্ত গিয়ে ফের শাপলা মোড়ে এসে শেষ হয়। এই ৯ কিলোমিটার দূরত্ব এক ঘণ্টায় পাড়ি দেয়ার কথা থাকলেও মাত্র ৩৪ মিনিটে প্রথম প্রতিযোগী দৌড় শেষ করেন।
১০৩ জন প্রতিযোগী এক ঘণ্টার মধ্যে দৌড় শেষ করেন। প্রথম থেকে দশম স্থান অধিকার করেন যথাক্রমে মো. রায়হান কবির, গোলাম রহমান, মাসুদ রানা, সমীর কুমার রায়, মো রানা হামিদ, দুলাল মাহমুদ, আবু বায়েদ, মো. আসাদুর রহমান, মো. আরিফ হোসেন এবং কার্তিক চন্দ্র। ম্যারাথনে দু’জন মেয়েও অংশ নেন। সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী প্রত্যেকে সনদ, প্রথম দশজন মেডেল এবং প্রথম তিনজন ট্রফি পুরস্কার লাভ করেন। এই প্রথম দশজন আগামী ১৬ জানুয়ারি বান্দরবানে অনুষ্ঠিতব্য নীলসাগর গ্রুপ স্কাই ম্যারাথনে অংশ নেয়ার সুযোগ লাভ করেন।
রংপুর শাপলা মোড়ে নীলসাগর গ্রুপ রংপুর মিনি স্কাই ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রংপুর জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেন, ছোটোবেলায় আমরা মাসুদ রানা, দস্যু বনহুরের গল্প পড়তাম। তাদের অ্যাডভেঞ্চারে আমরা মোহিত ছিলাম। কিন্তু আজ রংপুরে আমরা সত্যিকার অর্থেই তরুণ-তরুণীদেরকে নিয়ে অ্যাডভেঞ্চার কোনো আয়োজন দেখলাম। এতো তরুণপ্রাণ আজকে রংপুর মিনি ম্যারাথনে অংশ নিয়েছে, এটা রংপুরের জন্য একটা নতুন ইতিহাস। আমি এজন্য এভারেস্ট একাডেমিসহ সকল আয়োজকদের ধন্যবাদ জানাই।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top