
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহমিনা খাতুন (১৫) ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ৩ নম্বর ইউপির মতিজাপুর গ্রামের মৃত হাকিম উদ্দীনের মেয়ে।
জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তার ভাই চাপ প্রয়োগ করলে ইঁদুর মারার টেবলেট খেয়ে গুরুতর অসুস্থ্ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
