ওয়ার্ল্ড টি টোয়েন্টির ট্রফি আসছে ১৪ জানুয়ারি

S M Ashraful Azom

আগামী বছর ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি টুর্নামেন্টের বিশ্ব আসর। ওয়ার্ল্ড  টি টোয়েন্টি ট্রফি বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর রীতি বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 
তারই অংশ হিসেবে আগামী বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশে আসবে এই ট্রফি। ১৫ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই থাকবে। এর আগে আজ রোববার মুম্বাই থেকে এর যাত্রা শুরু হচ্ছে। অংশগ্রহণকারী ১২টি দেশ ঘুরে ‘নিশান ট্রফি ট্যুরের’ এই যাত্রা আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়া দিল্লীতে গিয়ে শেষ হবে। আইসিসি-র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। 
নিশান ট্রফির এই যাত্রাকালে বিভিন্ন দেশে আয়োজিত ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচগুলোতে ট্রফিটি প্রদর্শন করা হবে। এছাড়া বিশ্ব আসরের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের এই ট্রফিটি যাতে সমর্থকরা নিজেদের কাছে স্মৃতিময় করে রাখতে পারে সেজন্য তাদের জন্য বিভিন্ন দেশে তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে যে দেশে ট্রফিটি যাবে সেখানকার সংশ্লিষ্ট বোর্ডই পুরো আয়োজনের বিস্তারিত যথাসময়ে প্রকাশ করবে। 
ইউরোপিয়ান লেগের অংশ হিসেবে সর্বপ্রথম ট্রফিটি যাবে স্কটল্যান্ডে, এরপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও নেদারল্যান্ড ঘুরে ২-৭ জানুয়ারি আফ্রিকান মহাদেশে প্রদক্ষিণ করবে। ২-৩ জানুয়ারি হারারে হয়ে ৫-৭ জানুয়ারি পর্যন্ত থাকবে কেপ টাউনে।
উপমহাদেশের প্রথম দেশ হিসেবে ট্রফি দেখার স্বাদ গ্রহণ করবে পাকিস্তান। আগামী ১১ ও ১২ জানুয়ারি পাকিস্তান ঘুরে ১৪-১৫ জানুয়ারি বাংলাদেশ ও ১৭-১৮ জানুয়ারি শ্রীলংকায় থাকবে ট্রফি। ট্রান্স-তাসমান সফরের অংশ হিসেবে ২১ জানুয়ারি ট্রফি পৌঁছাবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। এরপর ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ায় গিয়ে এডিলেড, মেলবোর্ন ও সিডনিতে থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সিডনি থেকে ১ ফেব্রুয়ারি আবারো নয়া দিল্লীতে ফিরে আসবে বিশ্বকাপের ট্রফি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top