সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ১০ বাংলাদেশি অনশন করছেন। দেশটিতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করার অভিযোগে বিভিন্ন সময় তাদের গ্রেফতার করা হয়েছিল।
গত ২ ডিসেম্বর থেকে তারা পানি ছাড়া আর কিছু খাচ্ছেন না। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করতে দিতেও অস্বীকার করে আসছেন ফ্লোরিডার কারাগারে আটক এই বাংলাদেশিরা।
মিয়ামির আদালতে গত শুক্রবার দায়ের করা একটি পিটিশন থেকে জানা যায় আটক ১০ জনের সকলেই বাংলাদেশি। পিটিশনটিতে বলা হয়, ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টারে আটক ওই দশ জন গত ১১ দিন থেকে খাবার খেতে অস্বীকার করে আসছেন। গত শুক্রবার তারা ডাক্তারি পরীক্ষার করতেও অস্বীকার করেন।
আদালতের নথিপত্রে দেখা যাচ্ছে, আটক বাংলাদেশিরা তাদের অভিবাসন মামলার ফলাফলে অসন্তোষ প্রকাশ করে অনশন শুরু করেন। বন্দিদের বয়স ১৯ থেকে ৪৩ বছর বয়সের মধ্যে।
গত ১১ দিনের অনশনে তাদের প্রায় সাড়ে ছয় কেজি ওজন কমে গেছে। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এদের সকলেই টেক্সাসের হিডালগো থেকে গ্রেফতার করা হয়েছিল। সূত্র: এপি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।