জানুয়ারিতে আসছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’

Unknown
0
সেবা ডেস্ক: অফিস চলাকালে অনেক প্রতিষ্ঠানই তার কর্মীদের ফেসবুক চালানো নিষিদ্ধ করে থাকে। এসব কর্মীদের কথা চিন্তা করেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির অফিস সংস্করণ আনার ঘোষণা দেয়া হয়েছিল আগেই। এবার জানুয়ারি মাসের শুরুতে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামের এই অফিস সংস্করণ চালু হতে যাচ্ছে।
 
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিনেট এক খবরে জানানো হয়েছে, ফেসবুক অ্যাট ওয়ার্কে প্রোফাইল, টাইমলাইনস, পোস্ট, গ্রুপস, পেইজেস, ইভেন্টসসহ ফেসবুকের প্রধান প্রধান ফিচারগুলো থাকবে। এতে কাউকে অনুসরণ করা বা সহকর্মীদের সাথে মিথস্ক্রিয়ার সুযোগও থাকবে। তবে এতে গেম খেলার সুযোগ থাকবে না।
 
মাইক্রোসফটের প্রতিষ্ঠিত বিজনেস সোশ্যাল নেটওয়ার্ক ইমারের সাথে প্রতিযোগিতা করতে নতুন সংস্করণটি আনতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক অ্যাটওয়ার্ক সহকর্মীদের পারস্পরিক যোগাযোগে ই-মেইলের আরো উন্নত বিকল্প হিসেবে সেবা দেবে।
 
সূত্র জানিয়েছে, চালু হওয়ার পর ফেইসবুক অ্যাট ওয়ার্কের সেবা নিতে পারবে যে কোনো কোম্পানি। নতুন সংস্করণে শুধু কর্মস্থলের নির্ধারিত কাজ সম্পর্কিত স্ট্যাটাস বা ছবি পোস্ট করা যাবে, যা শুধু ঐ কোম্পানির অন্যান্য কর্মীরা দেখতে পাবেন। এটা ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা হবে। খবর: ইকনোমিক টাইমস।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top