শ্রীবরদীতে ছাগল পালন করে স্বাবলম্বী মঞ্জুয়ারা বেগম

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
নবকলি প্রকল্প শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় সীমান-বর্তী সিংগাবরুনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মঞ্জুয়ারা বেগম ছাগল পালন করে এখন স্বাবলম্বীর পথে। গত ৫ মাস পূর্বে শ্রীবরদী এডিপি অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে মঞ্জুয়ারা বেগম। হত দরিদ্র মঞ্জুয়ারা বেগমকে প্রশিক্ষণ শেষে ৩ টি ছাগল প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত লব্দ জ্ঞান কাজে লাগিয়ে সঠিকভাবে লালন-পালন করার ফলে বর্তমানে তার এখন মোট ৭টি ছাগল হয়েছে এবং তার মূলধনও বৃদ্ধি পেয়েছে। গত ১৩ ডিসেম্বর শ্রীবরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আঃ রউফ উক্ত পরিবারটিকে সরজমিনে পরিদর্শন শেষে কারিগরি পরামর্শ ও উৎসাহ প্রদান করেন। এসময় উপসি'ত ছিলেন, নবকলি প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা শফিউল আলম মন্ডল এবং অর্থনেতিক উন্নয়ন কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, এইচপিও ইসরাফিল ইসলাম প্রমূখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top