
ক্যারেক্টার ঢিলা’র মতো গানে সালমান খানের সঙ্গে কিছুটা খোলামেলা ভাবেই দেখা গিয়েছিল জারিন খানকে। তবে এখন তিনি বলছেন, সালমান খান নাকি মেয়েদের খোলামেলা দৃশ্যে অভিনয় করা পছন্দ করেন না।
সম্প্রতি জারিনা খান অভিনীত ‘হেট স্টোরি ৩’ ছবি মুক্তি পেয়েছে। সেখানে বেশ খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন তিনি। তবে সালমানকে নাকি এই ছবির বিষয়ে জিজ্ঞাস করতে সাহস পাননি জারিন।
জারিনের ভাষ্যে, আমি জানি না তিনি (সালমান খান) ছবিটি দেখেছেন কিনা। আমি আমার ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলাম এবং তিনিও ব্যস্ত। সত্যি বলতে, আমি তাকে জিজ্ঞাসও করিনি যে, তিনি ছবিটি দেখেছেন কিনা। আমি তাকে কিছুটা ভয় পাচ্ছি। মেয়েদের এরকম চরিত্রে অভিনয় করা তিনি পছন্দ করেন না।
২৮ বছর বয়সী এই অভিনেত্রী খোলামেলা দৃশ্যে অভিনয় করা নিয়ে উদ্বিগ্ন নন। তিনি জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয় করলেও তিনি এক কমেডি ও নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন।
‘হেটস্টোরি ৩’ ছবি সম্পর্কে জারিন খান বলেছেন, খোলামেলা দৃশ্যে অভিনয় করা অভিনেত্রীর নিজের পছন্দ। ছবিটিতে শুধুই যে যৌনতা রয়েছে তা নয়। এখানে একটি শক্তিশালী গল্পও রয়েছে। তাই খোলামেলা হওয়ার বিষয়ে আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়।
ছবিতে দর্শকদের সাড়ায় খুশি জারিন। তিনি জানিয়েছে, ভবিষ্যতে ‘হেট স্টোরি’ ফ্রাঞ্চাইজের ছবি নির্মাণ হলে সেখানে কাজ করতে চান তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।