জামায়াত নিষিদ্ধ হলে তেমন সমস্যা হবে না : নূর

S M Ashraful Azom
0

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলে ‘তেমন কোনো সমস্যা হবে না’ বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
সাধারণ মানুষ ‘তাদের পছন্দ করে না’ মন্তব্য করে রবিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘জামায়াত নিষিদ্ধ করলে দেশের কোনো ক্ষতি করবে- এমন কোনো শক্তি তাদের আছে বলে আমি মনে করি না।’
 
চট্টগ্রামের বই বিপণীকেন্দ্র ‘বাতিঘর’ এর দশম বর্ষপূর্তিতে বই বিক্রয় উৎসব উপলক্ষে আয়োজিত ‘আসাদুজ্জামান নূর: অভিনয় ও অন্যান্য’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
২০১৩ সালের ১ অগাস্ট হাইকোর্ট এক রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরে এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছে জামায়াত, যা আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়।
আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভিয়েতনামের গেরিলা যুদ্ধে দেশের অধিকাংশ মানুষের সমর্থন ছিল বলেই তা সফলতা লাভ করেছে। জামায়াতের সেই পরিস্থিতি নেই।
 
জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত নিষিদ্ধ হলে তেমন কোনো সমস্যা হবে না। যে কোনো ধরনের ধর্মীয় বা রাজনৈতিক সন্ত্রাস হলে তাও টলারেট করা হবে না।
 
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর তার ব্যক্তিগত জীবন, অভিনয় জীবন, রাজনৈতিক জীবন এবং উপলব্ধির কথা শোনান।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top