
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের প্রেমের বিষয়টি কম বেশি সবারই জানা। কখনো সরাসরি মুখ ফুটে কিছু না বললেও এবার তাদের সম্পর্ক নিয়ে কথা বললেন ক্যাটরিনা। আর সেখানেই জানিয়েছেন, রণবীরকে বিয়ের বিষয় নিয়ে তিনি ভয় পাচ্ছেন।
জিকিউ ইন্ডিয়ার ডিসেম্বরের সংখ্যার প্রচ্ছদে দেখা যাবে ক্যাটরিনা। সেখানে দেয়া একটি সাক্ষাত্কারে প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন এই বলিউড সুন্দরী।
বলিউডলাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাত্কারে ক্যাটরিনা তার নিরাপত্তাহীনতাবোধ, প্রেমের জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন। এমনকি রণবীরের পরিবার নিয়েও কথা বলেছেন তিনি।
ক্যাটরিনা বলেছেন, আমি যতটা চেয়েছে রণবীরের পরিবারের সাথে আমি ততটা ঘনিষ্ঠ হতে পারিনি। আমি যখন বিয়ের সিদ্ধান্ত নেব, তখন বিয়ে একটি বড় ব্যাপার। আমি অনেক বেশি সংবেদনশীল। আমি যা চাই, আমার সঙ্গী যদি তা দিতে পারে তবে আমি তার জন্য সবচেয়ে ভালো প্রেমিকা হবো।
তিনি বলেছেন, যখন বিয়ের পিঁড়িতে বসব তখন প্রেমিকের যদি মনে হয় তিনি তাকে (ক্যাটরিনা) যথেষ্ট ভালোবাসেন না, তবে তার মন ভেঙে যাবে। আর এই বিষয়টি অনেক ভয় পান ক্যাটরিনা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।