
জয়পুরহাটের তিনটি পৌরসভা নির্বাচনের জন্য দাখিল করা প্রার্থীদের মধ্যে ১৬ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রবিবার তারা এ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এদের মধ্যে একজন মেয়র প্রার্থীও রয়েছে।
জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন জানান, প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে রয়েছেন পাঁচজন মেয়র, সাধারণ কাউন্সিলার পদে ১০ জন এবং সংরক্ষিত আসনে (মহিলা) একজন।
জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে প্রত্যাহার করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নন্দলাল পার্শী ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ বিন আলীম, কালাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন তালুকদার ও স্বতন্ত্র প্রার্তী তোজাম্মেল হোসেন তালুকদার এবং আক্কেলপুর পৌরসভায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম রতন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।