
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, জোর করে পৌরসভা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেয়ার জন্য সরকার সব ধরনের অপপ্রয়াস চালাচ্ছে। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন জায়গায় পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ওপর হামলা-নির্যাতন চালানো ও ভয়ভীতি দেখানো হচ্ছে। সন্ত্রাসীরা জনমনে ভীতি সৃষ্টি করতে যে তান্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে সরকার উল্টো বিরোধী দলের নেতাকর্মীদের ধাওয়া করছে।
তিনি বলেন, সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন যে কাজ করে না-এটি নির্বাচন কমিশনকেই প্রমাণ করতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অ্যাডভোকেট আবদুস সালাম, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।