
রাশিয়ার একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের ঐ হাসপাতালে আগুনের ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন।
২০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কয়েকমাস আগে মস্কোর আগে আরেকটি মানসিক হাসপাতালে আগুনে ৩৮ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৩ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় নোভগোরোড অঞ্চলের একটি মানসিক হাসপাতালে আগুনে ৩৭ জন নিহত হয়েছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।