শেরপুরে বাল্য বিয়ে-যৌতুক-নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান

Unknown

শেরপুর প্রতিনিধি : ‘নারীর প্রতি সহিংসতা আর নয়, ১৮-র আগে বিয়ে নয়, নারী নির্যাতন প্রতিরোধ করি, যৌতুকমুক্ত সমাজ গড়ি’-এ শ্লোগানে শেরপুরে বাল্য বিয়ে, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জনউদ্যোগ শেরপুর নামের নাগরিক সংগঠন।

২১ ডিসেম্বর বুধবার রাতে শহরের নবীনগর হাজীর মোড়ে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শেরপুর জেলা সংসদের শিল্পীবৃন্দ। প্রায় দুই ঘন্টাব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে বাল্য বিয়ে-যৌতুক ও নারী নির্যাতনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য উপসস্থাপন করা হয়।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক শিব শংকর কারুয়া, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার প্রমুখ।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top