কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত- নিহত ৪৯

S M Ashraful Azom
Plane crashes in Kathmandu - killed 49

সেবা ডেস্ক:  বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে ৭১ জন আরোহী নিয়ে রানওয়েতে অবতরণ করার পরপরই বিধ্বস্ত হয়েছে।

ইউএস বাংলা জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এ দূর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা কাঠমান্ডু টিআইএ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সেখানে উদ্ধার অভিযান চলছে।

এস২-এজিইউ নামের এ বিমানটি চারজন ক্র সদস্যসহ  ৩৩ জন নেপালি, ৩২ জন বাংলাদেশী, একজন চীন এবং আরেকজন মালদ্বীপের নাগরিক  নিয়ে ঢাকা থেকে ছেড়ে যায় এবং স্থানীয় সময় দুপুর ২ টা ২০ মিনিটে টিআইএ অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হবার পর বিমানটিতে আগুন ধরে যায়। বিমানবন্দরের উদ্ধারকারী দল এবং নেপাল সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। জানা যায় বিমান দূর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছে।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top