টাঙ্গাইল-৫ আসনের জাপা’র এমপি এবার ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী !

S M Ashraful Azom
0
টাঙ্গাইল-৫ আসনের জাপা’র এমপি এবার ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী !
আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ সমর্থিত জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয়পার্টির মনোনীত সাবেক এমপি আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম পাননি দলীয় মনোনয়ন। 

সাবেক এমপি হওয়া স্বত্তেও আসনটির মনোনীত প্রার্থীতা পেয়েছেন দলে সদ্য যোগদানরত জেলা জাতীয়পার্টির আহ্বায়ক ও ইনডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পীরজাদা শফিউল্লাহ আল মুনির। 

যদিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে জাতীয়পার্টির প্রার্থী তালিকায় ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম ও জেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর মত দীর্ঘদিনের নিবেদিত রাজনীতিবিদদের বঞ্চিত করে যোগদানরত ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দেয়ায় হতাশা ও ক্ষুব্ধ হয়েছেন নির্বাচনের প্রার্থী প্রত্যাশীরাসহ দলীয় নেতাকর্মীরা। 

এছাড়াও ইতোপূর্বে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এর নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত ও ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে আসনটির সংসদ সদস্য হয়ে আসনটিতে জাতীয়পার্টির শক্ত একটি অবস্থান তৈরির অবদানও রাখেন তিনি। 

যদিও তৎকালীন সময়ে তার বিরুদ্ধে উচ্চ আদালতে ঋণ খেলাপী অভিযোগে মামলা দায়ের করেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান। ওই মামলায় অভিযোগ প্রমানিত হওয়ায় ২০১২ সালের ৮ আগস্ট বিএনপি প্রার্থী বিজয়ী ঘোষণা করা হয়। 

এর ফলে ওই সংসদ সদস্য পদটি হারান জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয়পার্টির মনোনীত এমপি আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম ।

জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয়পার্টির সাবেক সভাপতির দায়িত্ব পালন করাসহ আসনটির সাবেক সংসদ সদস্য হওয়া স্বত্তেও তাকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থীতা থেকে বঞ্চিত করায় তার ব্যক্তি সমর্থক ও টাঙ্গাইল-(নাগরপুর-দেলদুয়ার) নির্বাচনী আসনের দুই উপজেলা জাতীয়পার্টির সমর্থক নেতাকর্মীদের ক্ষোভ এবং দাবির মুখে তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনের পরিবর্তে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বলে নিশ্চিত করেছেন জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ফকির শাহআলম।

জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বুধবার (২৮ নভেম্বর) তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও ২ ডিসেম্বর দুপুরে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর কার্যালয়ে মনোনয়ন বাচাই ও শুনানী শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮ সংসদীয় আসনের ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। 

তবে ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া ওই মনোনয়নপত্রের প্রার্থীরা হলেন, টাঙ্গাইল ৪ (কালিহাত) ও টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের ঐক্যফ্রন্টের শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের ঐক্যফ্রন্টের শরিক বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহাবুব আনাম স্বপন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এনপিপি’র প্রার্থী মোঃ চাঁন মিয়া ও বিএনএফ আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ বাকির আলী, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএপির প্রার্থী নুর মোহাম্মদ খান, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মির্জা আশরাফুল ইসলাম, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) স্বতন্ত্র প্রার্থী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম, বিএনএফ প্রার্থী মোঃ সুলতান মাহমুদ ও ন্যাশনাল পিপলস পার্টির মামুনুর রহমান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের খেলাফত মজলিস প্রার্থী মজিবর রহমান, টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের জাতীয় পাটি প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, খেলাফত মজলিস প্রার্থী আব্দুল লতিফ ও স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম। 

তবে ৭ ডিসেম্বর দাখিলকৃত ওই মনোনয়নের বৈধতা আপিলে শুক্রবার সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনের অস্থায়ী এজলাসে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিতিতে আপিল শুনানিতে টাঙ্গাইলের বাতিল হওয়া ওই ১৭ প্রার্থীর মনোনয়নের মধ্যে ৬ জন প্রার্থীতা বৈধতা ঘোষণা করা হয়। 

এ প্রার্থীতা ফিরে পাওয়ার তালিকায় রয়েছেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের আওয়ামীলীগের বিদ্রোহী ও ব্যারিস্টার এম আাশরাফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম ও ন্যাশনাল পিপলস পার্টির মামুনুর রহমান, টাঙ্গাইল-৭(মির্জাপুর) খেলাফত মজলিসের সৈয়দ মজিবর রহমান, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আ. লতিফ মিয়া ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী এস এম চান মিয়া। 

এছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থী ও কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তমসহ বাকি ১১জন প্রার্থীর ওই মনোনয়ন বাতিলের ওই আদেশ বহাল রাখা হয়। শুক্রবার ওই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিন টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৬ প্রার্থী। 

এ প্রার্থীতা ফিরে পাওয়ার তালিকায় রয়েছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের আওয়ামীলীগের বিদ্রোহী ও ব্যারিস্টার এম আাশরাফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম ও ন্যাশনাল পিপলস পার্টির মামুনুর রহমান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) খেলাফত মজলিসের সৈয়দ মজিবর রহমান, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আ. লতিফ মিয়া ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী এস এম চান মিয়া।

এ প্রসঙ্গে জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মামুনুর রহিম সুমন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মহাজোটবদ্ধ রয়েছে জাতীয়পার্টি। তবে দলীয় মনোনীত প্রার্থীতা না পাওয়ার ক্ষোভে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয়পার্টি মনোনীত সাবেক এমপি আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনটিতে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে ইতোপূর্বেই তাকে দলীয়ভাবে শোকজ করা হয়েছিল বলেও জানান তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা দাবিতে মনোনয়নপত্র দাখিল করেন ৮৩ জন প্রার্থী।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top