
মধুপুর প্রতিনিধি: মধুপুরের এমপি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর প্রচেষ্টায় ৫০ শয্যার মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যায় উন্নতি করেছেন।
তিনি মধুপুর-ধনবাড়ী জনগণের কথা চিন্তা করে মধুপুর হতে ময়মনসিংহ, টাংগাইল ও জামালপুরের দূরত্ব একই ৫০ কিলোমিটার। এ এলাকার কোন লোক অসুস্থ হলে ৫০ কিলোমিটার দূরে নিয়ে যেতে অনেক সময় ব্যয় হয়। এজন্য এম.পি সাহেব মধুপুরে ১০০ শয্যার হাসপাতাল নিয়ে আসেন। ২০ সেপ্টেম্বর ২০১৬ সালে এ হাসপাতালটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে ব্যয় হয় ২০ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ৩ শ ৯৯ টাকা ৬৫ পয়সা।
অত্যাধুনিক এ হাসপাতালটি দেখতে অত্যন্ত সুন্দর। ১ বছর ৬ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শেষ হয়েছে। এর সাথে ডাক্তারদের থাকার জন্য কোয়াটার নির্মাণ করা হয়েছে। কাইতকাই গ্রামের হাসান আলী বলেন, এ সরকার এ হাসপাতালটি ১০০ শয্যায় উন্নতি করাতে আমরা খুব খুশি। এখন আর কোন আমাদের বড় কোন সমস্যা হলে ৫০ কিলোমিটার দূরে যেতে হবে না। বোয়ালী গ্রামের আব্দুর রহমান বলেন, ড. রাজ্জাক আমাদের এ হাসপাতালটি এনে দিয়ে আমাদের বিরাট উপকার করেছেন।
এজন্য আমি আওয়ামীলীগ সরকার ও তাকে ধন্যবাদ জানাই। কত সরকারই তো গেলে আওয়ামীলীগ সরকারের কারণে এ কাজটি হয়েছে। তাছাড়া এম.পি সাহেবের মত যোগ্য লোক থাকার কারণেই এ কাজটি করা সম্ভব হয়েছে। হাসপাতালটিতে ডাক্তার নিয়োগ দিয়ে দ্রুত উদ্বোধন করলে আমরা আরো বেশি উপকৃত হব।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।