বাল্যবিয়ে রোধ করতে দেওয়া হলো বাইসাইকেল

S M Ashraful Azom
0
বাল্যবিয়ে রোধ করতে দেওয়া হলো বাইসাইকেল
সেবা ডেস্ক: ভোলায় বাল্য বিয়ে রোধ করতে কিশোরীদের দুটি বাইসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ভোলা জেলার ডিসি মো. মাসুদ আলম ছিদ্দিক। ২৪ এপ্রিল বুধবার বিকেলে জেলার ভেদুরিয়া ইউপির আইইসিএম প্রকল্পের পরিচালিত ‘সাততারা’ কিশোরী ক্লাব পরির্দশনের সময় এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, কিশোরীদের স্বপ্নপূরণের ইচ্ছা শক্তি থাকতে হবে। মনোবল থাকলে স্বপ্নপূরণে গরিব বা ধনী বিষয় নয়। কিশোরীরা আমাদের সম্পদ। তোমাদের দক্ষ হয়ে উঠতে হবে। বাল্য বিয়ে রোধে দুটি সাইকেল যথাযথ ব্যবহার করতে হবে। যেখানে বাল্যবিয়ের খবর পাবে, সেখানে সাইকেল ‍দুটি নিয়ে বাল্যবিয়ে রোধ করবে।

ডিসি আরো বলেন, সরকার বাল্যবিয়ে রোধে বদ্ধ পরিকর। কেউ আঠারো বছর বয়সের আগে বিয়ে দিতে চাইলে তাদের বুঝাতে হবে। যদি কেউ মানতে না চায়, প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন বাল্যবিয়ে বন্ধ করবে। এখন দেশের উন্নয়নে নারীরা এগিয়ে এসেছেন। তাই সরকার মেয়েদের উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্ব দিচ্ছে। আর কিশোরী ক্লাব হচ্ছে তৃণমূল কিশোরীরে দক্ষতা উন্নয়নের সবচেয়ে বড় প্লাটফর্ম। এখানে নিয়মিত দক্ষতা বাড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর ইউএনও মো. কামাল হোসেন, ভেদুরিয়া ইউপি তাজুল ইসলাম মাস্টার, এলজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুস সালম, কোস্ট ট্রাস্ট’র আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জোছনা বেগম প্রমুখ।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top