
সেবা ডেস্ক: গত সোমবার ভারতীয় নৌবাহিনীর মালবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন জাহাজের এক ক্রু মেম্বার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরপরই উপকূলরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। মালবাহী ওই জাহাজে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও ২৯ জন জাহাজের কেবিন ক্রু ম্যান ছিলেন। মালপত্র ও কেবিন ক্রুদের নিয়ে যাওয়ার সময় কোস্টাল জাগুয়ার নামের ওই জাহাজে আগুন লাগে।
জাহাজটি বিশাখাপত্তনম উপকূলবর্তী সমুদ্রে পৌঁছালে হঠাৎই আগুন লাগে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের সঙ্গে জ্বলে ওঠে জাহাজটি। আগুন লাগার পরপরই ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান ২৮ জন কর্মী। পরে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে। কিন্তু একজন নিখোঁজ রয়েছেন।
কোথা থেকে কীভাবে আগুন লেগেছে সে ব্যাপারে কোনো কিছু এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।