
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যদি দেশকে ভালবাসেন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকেন। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনকালে আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় তিনি বলেন, আইনি লড়াই আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। দলের শীর্ষ নেতারা দুর্নীতিবাজ, আদালত থেকে প্রমাণিত। লজ্জা হওয়া উচিত আপনারা সেই দলের রাজনীতি করেন। যদি দেশকে ভালবাসেন তবে শেখ হাসিনার পাশে থাকেন।
বিএনপি নেতাদের উদ্দেশে হানিফ আরো বলেন, ‘সোজা পথে আন্দোলন করে যদি কাজ না হয় তবে বাঁকা পথ খোঁজার চেষ্টা করবেন না। কারণ বাঁকা পথের ষড়যন্ত্র কীভাবে দমন করতে হয় তা আমরা জানি।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।