
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১০ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক সারে ৯ টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ,এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আওতাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শওকত আলী এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার নং ১০৫৮/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর বোয়ালমারী নামক এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৫’শ ৮৫ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ আবু হানিফ (২২) নামের ১ যুবককে আটক করেছে বিজিবি। যার সর্বমাট সিজার মূল্য ৪ লাখ৭৫ হাজার ৫’শ টাকা।
আটককৃত আসামী হলেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ সাংবাদিকদের বলেন, আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রৌমারী থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।