
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে আবু তাহের (৩০) নামে মাদকাসক্ত ছেলেকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আবু তাহের উপজেলার গোসাইবাড়ি গ্রামের আব্দুল লতিফ রনজুর ছেলে। রবিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, আবু তাহের প্রায় ১২ বছর ধরে সব ধরণের মাদক দ্রব্য সেবন করে। মাদক দ্রব্য সেবনের টাকা যোগাড় করতে তাহের বিভিন্ন অপরাধমুলক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় মাদক কেনার টাকার জন্য মা-বাবাকে দীর্ঘদিন ধরে নানা ভাবে নির্যাতন করে। ছেলের ভয়ে মা-বাবা বাধ্য হয়ে অনেক দিনই মাদক দ্রব্য কেনার টাকা যোগান দিয়ে নিঃস্ব হয়েছেন। কিন্ত মা-বাবার অভাব অনটনের সংসারে ছেলেকে আর মাদক দ্রব্য কেনার টাকা দেওয়ার সামর্থ নেই। এ কারণে প্রায়ই মাদকাসক্ত ছেলের অমানষিক নির্যাতন সইতে হয় মা-বাবাকে।
এ অবস্থায় রবিবার সকালের দিকে আবু তাহের মাদক দ্রব্য কেনার জন্য মা-বাবার নিকট ২ হাজার টাকা দাবী করে। কিন্ত ছেলের মাদক সেবনের টাকা যোগাড় করতে ব্যর্থ হন মা-বাবা। টাকা না পেয়ে মা-বাবার উপর ক্ষুদ্ধ হয়ে উঠে আবু তাহের। এক পর্যায়ে ঘরে রক্ষিত ধারালো ছোরা বের করে আবু তাহের তার বাবাকে হত্যার চেষ্টা করে।
এ সময় ছেলের হাত থেকে জীবন বাঁচাতে চিৎকার করে বাবা। তখন প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছে আবু তাহেরকে ধারালো অস্ত্রসহ আটক করে। সংবাদ পেয়ে থানা পুলিশ আবু তাহেরকে আটক করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় আব্দুল লতিফ রজনু বাদী হয়ে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে আবু তাহেরকে সোমবার সকালের দিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।