
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সব উপজেলায় ট্রাক্টর চলাচল নিষিদ্ধ হলেও পলাশবাড়ী উপজেলার কয়েকটি ইউনিয়নে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ট্রাক্টর। এসব ট্রাক্টর ইটভাটার মাটি সংগ্রহে করতোয়া নদীর পাড় হতে মাটি নিয়ে রাতদিন একাকার করে চলছে বন্যা নিয়ন্ত্রন বাধের উপর দিয়ে। এছাড়াও প্রকাশ্যে রংপুর ঢাকা জাতীয় মহাসড়ক ও বিভিন্ন এলাকার ছোট রাস্তা দিয়ে দানব ট্রাক্টর চলাচল করছে বেপরোয়া ভাবে। এই ট্রাক্টর দিয়ে ইট বালু মাটি পরিবহন করছে অহরহ। নদী পাড় হতে বন্যা নিয়ন্ত্রন বাঁধের অবাধ চলাচলকারী ট্রাক্টর চালকগণ জানান,সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে এই এলাকা হতে মাটি কেটে নিয়ে যাচ্ছে পলাশবাড়ী ও ঘোড়াঘাট উপজেলার কয়েকটি ইটভাটা।
জানা যায়, ট্রাক্টর যাতায়াত করার সময় পুরো এলাকাটি ধুলায় অন্ধকার হয়ে পড়ে। ট্রাক্টর যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। দানব ট্রাক্টর বেপরোয়া চলাচল করে এই যাবত কালে অনেক মানুষের জিবন কেড়ে নিয়েছে। অদক্ষ চালক দিয়ে এই ট্রাক্টর চালানোর ফলে সড়ক দুর্ঘটনা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি গ্রামীন রাস্তা ঘাটের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাধ। সরেজমিন উপজেলার হোসেনপুর ইউপির করতোয়া বাধ কেটে ১৫/২০ টি ট্রাক্টর বালু আনা নেওয়া করছে। ফলে বাধের ২০০ মিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
ইটভাটা ও ট্রাক্টর মালিকরা প্রভাবশালী হওয়ার কারণ সাধারণ জনগণ এর প্রতিবাদ করতে সাহস পান না। এদিকে ইট ভাটার মালিকরা ট্রাক্টর দিয়ে কৃষি জমির মাটি কাটার ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাক্টর চালক জানায় সব যায়গায় টাকা দিয়ে আমরা ট্রাক্টর চালাচ্ছি।
ট্রাক্টর মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক নুহু আলম বলেন যদি ও এটা অবৈধ তারপরে ও সংগঠনটির মাসিক চাঁদা আদায় করে বিভিন্ন স্থানে দিয়ে এটার বৈধতা নেয়া হচ্ছে।
বর্তমান মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মহিউজ্জামান খোকন বলেন বাধে ট্রাক্টর চালানোর কোন অনুমতি নেই।প্রশাসন এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে না কেন! এটা প্রশাসনের ব্যার্থতা!!
এদিকে দানব এসব দানব ট্রাক্টর বন্ধে জেলা পুলিশ সুপার মহোদয়ের এ মহতি উদ্যোগ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।