হবিগঞ্জের বাহুব‌লে বিতর্ক প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত

S M Ashraful Azom
0
হবিগঞ্জের বাহুব‌লে বিতর্ক প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত
শামীম তালুকদার: হবিগঞ্জের বাহুবল উপজেলার গতড উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিগত বছ‌রের মত দু‌নীতি দমন ক‌মিশন‌ের সা‌র্বিক সহ‌যো‌গিতায়  "মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে" শিরোনামে এ প্রতিযো‌গিতায়  বিদ‌্যাল‌য়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রী ক‌য়েক‌টি দ‌লের মাধ‌্যমে অংশগ্রহণ ক‌রে।প‌রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত থে‌কে বিজয়ী দল ও অংশগ্রহণকারী সকল বিতা‌র্কিকদের মা‌ঝে পুরষ্কার বিতরণ ক‌রেন।

এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক শামীম তালুকদার,এমদাদুল হক, আ‌বিদ আলী ও উজ্জল কুমার গোপ।উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ও সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে ‌শিক্ষক জামাল আহ‌মেদ ও সোমা রাণী।

 ‌বিচারক‌দের প্রদত্ত নাম্বা‌রে পক্ষ দ‌লের  শ্রেষ্ঠ তা‌র্কিক/বক্তা হিসা‌বে নির্বাচিত হয় ‌নিপা রাণী।

উ‌ল্লেখ‌্য,সারা দে‌শের ২৬ হাজার বিদ‌্যাল‌য়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ২০ জানুয়ারি ২০২০ এ শুরু হয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এখন চল‌ছে উপ‌জেলা পযা‌য়ে এ প্রতি‌যো‌গিতা এরপর পর্যায়ক্রমে জেলা এবং বিভাগীয় পর্যায়ের পর শেষে জাতীয় পর্যায়ে ৩১ ডিসেম্বর চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে শেষ হবে এ প্রতি‌যো‌গিতা।

আগামী প্রজন্মকে সৎ,দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতেই এ প্রতিযোগিতা। দুদকের সততা সংঘ থাকা দেশের ২৬ হাজার ২১৩টি স্কুলে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার জন্য কয়েকটি বিষয়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top