
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: মুজিববর্ষকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষে প্রত্যেকের মাঝে ২ হাজার টাকা, ঠোঙ্গা তৈরির কাগজ ও কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে ১২জন ভিক্ষুকের মাঝে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি বলেন, ঠোঙ্গা তৈরির জন্যে ভিক্ষুকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ টাকা দিয়ে তরা কাগজের ঠোঙ্গা তৈরির উপকরণ ক্রয় করবে। ভিক্ষুকদের যাতে আর ভিক্ষা বৃত্তি করতে না হয়। তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। এ জন্য তাদের কর্মসংস্থানের জন্যে এসব বিতরণ করা হচ্ছে। তারা এক সময় এই ঠোঙ্গা বিক্রি করে সংসার চালাতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।