
জামালপুর সংবাদদাতা : জামালপুরে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার সরকারী আশেক মাহমুদ কলেজ মাঠে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-অধ্যক্ষ প্রফেসর ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী।
বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল,সরকারী জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বদেশ চন্দ্র সাহা,সরকারী আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক আব্দুল হাই আল হাদী, স্বরূপ কুমার কাহালী, মনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক খাবীরুল ইসলাম বাবু,যুগ্ন আহবায়ক আরমান হোসেন সাগর,তারিফ হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।