
জামালপুর সংবাদদাতা : জামালপুরের তৃতীয় শ্রেণির ছাত্রী বদরুন জান্নাত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
সে শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সৈয়দা বদরুন জান্নাত। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুরের শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অর্জন করে। সে ২০১৯ সালে বিজয় ফুল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে আবৃত্তি বিভাগে প্রথম পুরস্কার অর্জনকারি। বদরুনের বাবা সৈয়দ আশরাফুল আলম ব্যবসায়ী এবং মা ইয়াছমিন নাহার গৃহিনী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।